EIIN : 126493, কলেজ কোড - 1028, ডিগ্রি কোড- 2589

প্রতিষ্ঠাতা

জনাব আখতারুজ্জামান বাবলু
পিতা: জনাব আলহাজ্ব সুজাউদ্দৌলা।
মাতা: হাজীয়ান আফরোজা
ঠিকানা : মথুরডাঙ্গা, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।
জন্ম: 12/12/1962 ইং
মৃত্যু : 01/07/2020 ইং

জনাব আখতারুজ্জামান বাবলু

প্রতিষ্ঠাতা

আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজ

সভাপতির বানী

তথ্য প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষাকে হতে হবে যুগোপযোগী ও প্রযুক্তিবান্ধব। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রযুক্তি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করাই আমাদের অন্যতম লক্ষ্য। এই বিশ্বাস থেকেই সুজাউদ্দৌলা কলেজ শুরু থেকেই আধুনিক শিক্ষার সঙ্গে প্রযুক্তির সংমিশ্রণ ঘটাতে সচেষ্ট। আমাদের কলেজের ওয়েবসাইট এই প্রচেষ্টারই একটি বাস্তব রূপ, যার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তথ্যের সহজ ও দ্রুত প্রবাহ নিশ্চিত হবে। আমি বিশ্বাস করি, এই ডিজিটাল প্ল্যাটফর্ম শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এই উদ্যোগ এক নতুন দিগন্ত উন্মোচন করবে — এমনটাই প্রত্যাশা।

প্রফেসর জনাব শিরীন সুফিয়া খানম

সভাপতি

আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজ

অধ্যক্ষের বানী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে শিক্ষা কেবল বইপত্রে সীমাবদ্ধ নয় — জ্ঞান এখন ছড়িয়ে পড়ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, মুহূর্তে পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীর হাতেও। আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে প্রয়োজন প্রযুক্তি, দক্ষতা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত। এই ওয়েবসাইটটি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের একটি স্মার্ট উদ্যোগ — যেখানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ প্রয়োজনীয় তথ্য পাবেন সহজে, দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে। একাডেমিক ক্যালেন্ডার থেকে শুরু করে ফলাফল, নোটিশ, ভর্তি সংক্রান্ত তথ্য — সবকিছুই থাকবে এক ছাদের নিচে, যেকোনো সময়, যেকোনো স্থান থেকে প্রবেশযোগ্য। আমাদের লক্ষ্য — প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা যারা ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে আত্মবিশ্বাসের সাথে। শিক্ষা হোক প্রযুক্তিনির্ভর, গন্তব্য হোক উন্নত বাংলাদেশ।

জনাব দিলরুবা পারভীন

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজ