EIIN : 126493, কলেজ কোড - 1028, ডিগ্রি কোড- 2589

এক নজরে পরিচিতি

বিদ্যালয়ের EIIN126493
বিদ্যালয় কোডকলেজ কোড-১০২৮, ডিগ্রি-কোড-২৫৮৯
বিদ্যালয় এম.পি.ও কোড8603123101
বিদ্যালয়ের নামআলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজ
Alhaj Sujauddaula College
বিদ্যালয়ের স্থাপিত সন1995
গ্রামতেরখাদিয়া
ওয়ার্ড১৬
ইউনিয়নসিটি কর্পোরেশন
ডাকঘরসেনানিবাস
উপজেলাবোয়ালিয়া
জেলারাজশাহী
বিভাগরাজশাহী
বিদ্যালয়ের ফোন নম্বর০১৩০৯১২৬৪৯৩
EmailSujauddaula126493@gmail.com
প্রতিষ্ঠানের ধরণউচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ
বিদ্যালয়ের শিফটএক শিফট (দিবা)
শ্রেণি কার্যক্রম সময়কাল9.00 AM – 3.30 PM
শিক্ষার্থীর সংখ্যাপ্রায় ৮০০ জন
বিদ্যালয়ের মোট জমির পরিমাণ
ভবন সংখা২ টি
মোট শ্রেণি কক্ষ সংখ্যা৯ টি
আইসিটি ল্যাব সংখ্যা০১ টি
মাল্টিমিডিয়া ক্লাস রুম সংখ্যা০১ টি
বিজ্ঞানাগারের কক্ষ সংখ্যা০১ টি
গ্রন্থাগারের কক্ষ সংখ্যা০১ টি
অডিটোরিয়াম আছে কিনানাই
বিদ্যালয়ের স্থায়ী শহীদ মিনার আছে কিনাআছে
বিদ্যালয়ের সীমানা প্রাচীর আছে কিনাআছে
তথ্য ও সেবা কেন্দ্রের ঠিকনাঃ-আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজ
তথ্য ও সেবা কেন্দ্রের মোবাইল নম্বরঃ-01309126493
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ঠিকানাঃ-জনাব দিলরুবা পারভীন, আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজ, তেরখাদিয়া, সেনানিবাস, বোয়ালিয়া, রাজশাহী।
অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার মোবাইল নম্বরঃ-01309126493

প্রতিষ্ঠানের ইতিহাস​

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র বোয়ালিয়া থানার তেরখাদিয়া সেনানিবাস এলাকায় অবস্থিত আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজ (EIIN: 126493, কলেজ কোড: 1028, ডিগ্রি কোড: 2589) একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজটি ১৯৯৫ সালের ১০ই মার্চ প্রতিষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, কলেজটির প্রতিষ্ঠাতা জনাব আকতারুজ্জামান বাবলু তাঁর পিতা জনাব আলহাজ্ব সুজাউদ্দৌলা সাহেবের নামে কলেজটির নামকরণ করেন। তাঁর লক্ষ্য ছিল রাজশাহীর শিক্ষানুরাগী জনগণের মাঝে উচ্চশিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং একটি আধুনিক ও নৈতিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।

এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) কর্তৃক প্রদত্ত EIIN নম্বর ১২৬৪৯৩ দ্বারা স্বীকৃত। এছাড়াও, প্রতিষ্ঠানটি MPO ভুক্ত (রেজি. নং: ৮৬০৩১২৩১০১) যা এর সরকারি স্বীকৃতি ও মানসম্পন্ন শিক্ষার প্রতীক।

প্রতিষ্ঠালগ্ন থেকেই কলেজটি মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে শিক্ষা প্রদান করে আসছে এবং শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞান ও কর্মদক্ষতায় সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে এটি তেরখাদিয়া, সেনানিবাস অঞ্চলের একটি অন্যতম নির্ভরযোগ্য শিক্ষাকেন্দ্র হিসেবে বিবেচিত।